Correct The Following Sentence
Correct the following sentence. Introduction: “Can I come visit?” Is it correct? বাক্যটি কি সঠিক? সত্যি কথা বলতে কি, ইংলিশে লিখে তেমন একটা মজা পাচ্ছি না| বাংলাতেও একটু আধটু লিখে দেখি না কি হয়? বিগত দুশো বছর ব্রিটিশদের অনুগত থেকে আমরা বাঙালিরা প্রায় সবাই অল্পবিস্তর ইংলিশ জানি বা বুঝি| ভালোবেসে না হলেও অনেকটা প্রায় “ঠ্যালায় না পড়লে বিড়াল গাছে ওঠে না” গোছের, এইভাবেই আমরা ইংলিশ শিখে থাকি| এখন প্রশ্ন হলো যে, “Can I come visit?” Is it correct? বাক্যটাকে কি শুদ্ধ বলা যায়? https://www.pexels.com/photo/notebook-with-blank-pages-942872/ Hesitation is what saved me: আমি আমার ব্লগের বিষয়বস্তু সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে লিখে থাকি| এরপরে, তা আমার সাধ্যমত সংশোধন করে তবেই তা ব্লগে আপলোড করি| আমার বেশ মনে আছে “Can I come visit?” এই বাক্যটা লেখার সঙ্গে সঙ্গেই মাইক্রোসফট ওয়ার্ড একটা ওয়ার্নিং দেয়, তাতে লেখা ছিল “Verb confusion (consider revising)” | প্রথম থেকেই আমারও এই নির্দিষ্ট বাক্যটার গঠনের উপর একটু সন্দেহ ছিল, যদিও আমি ততটা গুরুত্ব দিইনি| প্রসঙ্গক্রমে মনে পড়ে গেল, বলতে ভুল...